Wednesday, 08 Nov 2017
Ctgbarta24.com
নওগাঁ জেলার সাপাহার থানা এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাপাহার থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম- দুলাল হোসেন (৩৩)। সে পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামের আলাউদ্দীনের পুত্র। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে সাপাহার-নিশ্চিন্তপুর সড়কের বাসুলডাঙ্গা ব্রীজের উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।