Thursday, 17 May 2018
ctgbarta24.com
চট্রগ্রাম ঃ নগরীর কোতোয়ালি থানার কাজির দেউড়ী এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ,দুটি কার্তুজ ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক খুলশেদ আলম(৩৫), মো. সুমন(৩২), মো.আনোয়ার হোসেন(৩০), বশির আহমেদ(৩২) ।
বুধবার(১৬ মে) সন্ধ্যায় কাজির দেউড়ীর কাঁচাবাজার থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন সদস্যকে গ্রেফতার করা হয়।পরে তাদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার(১৭ মে) ভোরে অভিযান চালিয়েও আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহসিন জানান, তাদের বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে কাজির দেউড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ওই সিএনজি অটোরিকশা চালককেও গ্রেফতার করা হয়।
চারজনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মহসিন।