ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪ডটকম
রবিবার, ১২ জুন ২০১৬

চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম এ হান্নানের ৪২ তম মৃত্যুবার্ষিকীতে মহানগর আ.লীগের পক্ষ থেকে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি। ছবি- সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম: সাবেক মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সরকারের নতুন মন্ত্রীত্ব পেতে যাওয়া বীর চট্টলার গণমানুষের প্রিয় নেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘দেশে বিএনপি-জামাত গুপ্তহত্যার মাধ্যমে এই সরকারকে পরিকল্পিতভাবে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে। যারা সরকার উৎখাতের সাথে জড়িত তারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানিদের প্রেতাত্মা। তাদের এ অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এ জন্য দলের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের ষড়যন্ত্র মোকাবেলায় এগিয়ে আসতে হবে।’
রবিবার (১২ জুন) নগরীর স্টেশন রোডস্থ চৈতন্য গল্লি কবরস্থানে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম এ হান্নানের ৪২ তম মৃত্যুবার্ষিকীতে জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন তার বক্তব্য বলেন, ‘আবারও হায়েনারা ঝাঁপিয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি অর্জন করতে হবে। মহানগর আওয়ামী লীগ সব সময় প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছে। এই লড়াই অবশ্যই অব্যাহত রাখতে হবে।’
এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, সম্পাদকমন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, দিদারুল আলম চৌধুরী এবং আবদুল আহাদ।
এছাড়াও আবু তাহের, শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মো.জাকারিয়া, আবু মোহাম্মদ আবছার উদ্দিন চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা অধ্যাপক মাসুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।