সোমবার, ৩০ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীতে মো.ইউছুপ নামে এক সিএনজি অটোরিক্সা চালককে খুনের দায়ে চারজনকে মৃত্যুদণ্ড এবং দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
সোমবার চট্টগ্রামের বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মো.জাহাঙ্গির আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন হল, নূরুল আলম, আবুল কালাম, কাউসার ও রুবেল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দু’জন হল, আরিফ ও এস এম নঈমউদ্দিন।
এদের মধ্যে কাউসার ও নঈমউদ্দিন কারাগারে থাকলেও অন্যরা পলাতক রয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩ মে রাতে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে আনোয়ারার মোহছেন আউলিয়ার মাজারে যাবার কথা বলে ইউছুপের অটোরিক্সা ভাড়া নেয় আসামিরা। কালুরঘাট সেতু পার হয়ে অটোরিক্সা বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতল এলাকায় যাবার পর ইউছুপকে খুন করে অটোরিক্সা নিয়ে চলে যায় আসামিরা। পরে সাতকানিয়া থেকে অটোরিক্সার মালিক সেটি উদ্ধার করে।
এ ঘটনায় ইউছুপের খালাত ভাই হাশেম বাদি হয়ে বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্র দাখিল এবং অভিযোগ গঠনের পর ২৭ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।