সোমবার, ২৫ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : সারা দেশে সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আধাবেলা হরতালের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন এক ঘণ্টা আটক করে রাখে প্রগতিশীল ছাত্র জোট।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়গামী ট্রেনটি বটতলী রেলস্টেশনে এক ঘণ্টা আটক করে রাখে প্রগতিশীল ছাত্রজোট। পরে সকাল ৯টায় শাটল ট্রেনটি ছেড়ে দেয়।
চবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি আনোয়ার সাদাত জুনায়েদ বলেন, সাধারণ শিক্ষার্থীরা আমাদের হরতালে সাড়া দিয়ে সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। তাই আমরা শাটল ট্রেন এক ঘণ্টা পর ছেড়ে দিয়েছি । হরতালে সাড়া দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের তিনি ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস,পরীক্ষা অনুষ্ঠিত যথাসময়ে হবে। তবে কোন বিভাগের শিক্ষার্থীরা যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না চায় তাহলে ঐ বিভাগের পরীক্ষার বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে।
উল্লেখ্য প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সোমবার (২৫ এপ্রিল) সরাদেশে আধাবেলা হরতাল পালনের ডাক দেয়।