Tuesday,21 Nov 2017
Ctgbarta24.com
চট্রগ্রাম ঃ চসিকের ভারপ্রাপ্ত প্যানেল মেয়রের দায়িত্ব পেলেন জোবাইরা নার্গিস খান। মেয়র আ জ ম নাছির উদ্দীন চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার কারনে ভারপ্রাপ্ত প্যানেল মেয়রের দায়িত্ব পেলেন জোবাইরা।
জানা যায়, গত ঈদুল আজহার সময় পা পিছলে কোমরে আঘাত পেয়েছিলেন মেয়র। চিকিৎসকদের পরামর্শে প্রায় দীর্ঘ সময় তিনি বাসভবনে পূর্ণ বিশ্রামে ছিলেন। এরপর এবারই প্রথম উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন। সেখানে চেকআপ করার পর ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা নেবেন তিনি। আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) মেয়র দেশে ফেরার কথা রয়েছে।
এ সময় প্যানেল মেয়র জোবায়রা নার্গিস খান, শ্রমিক নেতা শফর আলী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, যুবনেতা আবদুল মান্নান ফেরদৌস, দিদারুল আলম, কাউন্সিলর এইচএম সোহেল প্রমুখ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।