নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
বুধবার, ২৬ অক্টোবর ২০১৬
ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সুশিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খাতা-কলম তুলে দিয়েছি, মানে পড়-লেখা করে সুশিক্ষিত হতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। দেশ শুধু ডিজিটাল হলে হবে না, নিজেকেও এগিয়ে নিতে হবে।’
আজ বুধবার (২৬ অক্টোবর) গণভবনে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অশিক্ষিত কেউ ক্ষমতায় গেলে দেশের কি অবস্থা হতে পারে; তা মনে হয় তোমাদের আর বলা লাগবে না। তাই তোমাদের পড়তে হবে।’
এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের একটি দায়িত্ব দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, ‘তোমরা যেখানেই যাবা, সেখানেই নিরক্ষর মানুষজনকে দেখলে অক্ষরজ্ঞান দান করবা।’