মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার নাইক্ষ্যংপাড়াস্থ নাফ নদীর মোহনা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা।
মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাইক্ষ্যংপাড়াস্থ নাফ নদীর মোহনায় কিছু লোক দেখে বিজিবি টহল দল দাঁড়াতে বলে। কিন্ত তারা দৌড়ে পালিয়ে যায়। ওই সময় ওখানে একটি প্যাকেট ফেলে যায়। ওই প্যাকেটে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য মূল্য ৬০ লাখ টাকা।