Sunday, 01 April 2018
ctgbarta24.com
চট্রগ্রাম ঃ নগরীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মোঃ সোহাগ হোসেন (২৯) রায়পুর থানার মুনসুর আলীর ছেলে ।
রোববার ( ০১ এপ্রিল ) সকাল ০৭.৪৫ মিনিটের দিকে গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে এসআই মৃদুল কান্তি দে, এসআই রতেপ চন্দ্র দাশ ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান রেলওয়ে কলোনীস্থ সূরেশ্বর দরবার শরীফ সংলগ্ন ছগির হোসেন এর চায়ের দোকান থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক সোহাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, রিনা বেগম (৩০) এর জন্য জব্দকৃত গাঁজা চট্টগ্রামগামী আগত ট্রেন থেকে বুঝে নিয়ে বিক্রয়ের উদ্দেশ্য তার বাসায় নেওয়ার জন্য বলে। পলাতক আসামী রিনা বেগমের নির্দেশে উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্য আগত ট্রেন থেকে বহন করে বাসায় পৌঁছে দেয়ার জন্য অপেক্ষা করছিল সে। মোঃ সোহাগ হোসেন এবং পলাতক রিনা বেগম পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ট্রেন যোগে কুমিল্লা জেলা থেকে গাঁজা এনে চট্টগ্রাম শহরে বিক্রয় করে আসছিল তারা ।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।