সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম, অর্থনীতি ডেস্কঃ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ১ কোটি ৫২ লাখ ডলার বাংলাদেশকে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের আদালত।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।
চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের বাকি অর্থও শিগগিরই ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক।
গত ফেব্রুয়ারি মাসে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় একটি চক্র। ফিলিপাইনের রিজাল ব্যাংকের কমকর্তাদের সহায়তায় এ চুরির ঘটনা ঘটে। যার একটি বড় অংশ যায় ফিলিপাইনের ক্যাসিনোতে। এর মধ্যে দেড় কোটি ডলার উদ্ধার করতে সক্ষম হয় ফিলিপাইন সরকার। যা বাংলাদেশকে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আঞ্চলিক আদালত।
মূলত বাংলাদেশ সরকারের পক্ষে এই অর্থ ফেরত দেয়ার আবেদনের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত দিলেন দেশটির আদালত। তবে এক্ষেত্রে দুই দেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আনুষ্ঠানিক পর্ব শেষেই ফেরত পাওয়া যাবে এই অর্থ।
চুরি যাওয়া পুরো অর্থ আদায়ে বাংলাদেশ ব্যাংক তার চেষ্টা অব্যাহত রেখেছে। বাকি অর্থও ফেরত পাওয়া যাবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।