শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
বিনোদন ডেস্ক ঃ মুম্বাই সিনেমা পাড়ার বাদশাহ শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়। ভারতের সিনেমায় অবদানের জন্য তাকে বৃহস্পতিবার এই সম্মাননা দেয়া হয়।
এর আগে ডিগ্রি নিতে যুক্তরাজ্যে যান শাহরুখ। এই প্রাপ্তিতে অভিভূত হওয়ার কথা জানিয়েছেন তিনি। সম্মাননা গ্রহণের পর সবার সামনে বক্তৃতা দেন তিনি। এই সময় নিজের জীবনের কিছু কথা সবাইকে বলেন কিং খান।
এরপর টুইটারে লেখেন তাকে এই সম্মাননা দেয়ার জন্য এডিনবার্গ ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞ তিনি।