মংগলবার, ০৫ জানুয়ারি ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গুণী অভিনেত্রী দিতি। তাঁর আশঙ্কাজনক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন দিতির মেয়ে লামিয়া।
সোমবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে লামিয়া বলেন, ‘মা আসলে মারা যাচ্ছেন। ক্যানসার বা টিউমার নয়, রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর ‘পারকিনসন’ রোগ হয়েছে। এটি এখন প্রাথমিক পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে চলে গেছে।এ নিয়ে ডাক্তারদের আর কিছুই করার নেই। আমাকে আর কেউ তাঁর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন না। এখন একমাত্র আল্লাহই পারে তাকে বাঁচিয়ে তুলতে। আপনারা কিছু করতে চাইলে মা’র জন্য দ্রুত দোয়া করেন।’
দিতি বর্তমানে চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) চিকিৎসাধীন আছেন।