নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
১০ এপ্রিল ২০১৬ রোববার ১৮:৫৫ ঘন্টা
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (বিএসপি.এনডিসি, পিএসসি)।
রোববার বিকেলে নগরীর আন্দরকিল্লাস্থ মেয়র কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে নবনিযুক্ত বন্দর চেয়ারম্যান তার দায়িত্ব পালনকালীন সময়ে সিটি মেয়রের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বৈঠকে সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম বন্দর জাতির অস্তিত্বের মত। এই বন্দর দিয়ে ৮৪% আমদানি- রফতানি হয়ে আসছে। মেয়র বন্দরের সক্ষমতা বৃদ্ধি, টার্মিনাল বাস্তবায়ন, কর্ণফুলী নদীর ক্যাপিটেল ড্রেজিং অব্যাহত রাখা, পতেঙ্গা ও লালদিয়ার চরের টার্মিনাল নির্মাণ, পোস্ট লেবার কলোনিতে টার্মিনাল নির্মাণ, কর্ণফুলী নদীর উভয় তীরের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সিটি মেয়র রাজাখাল ও মহেষখাল ড্রেজিং করা, মহেষখালে পাম্প হাউসসহ স্লুইচ গেট নির্মাণ করার বিষয়টি চেয়ারম্যানকে স্মরণ করিয়ে দেন।
সিটি মেয়র বলেন, আনোয়ারা, ফেনী ও মিরসরাই অর্থনৈতিক জোন চালু হলে এবং কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মিত হলে বন্দরের বহুমাত্রিক ব্যবহার বৃদ্ধি পাবে। সে বিষয়টিকে আমলে এনে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন মেয়র।
সাক্ষাৎ বৈঠকে বন্দরের সচিব ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।