Sunday, 08 April 2018
ctgbarta24.com
বিশেষ সংবাদদাতা ঃ টেকনাফের সেন্টমার্টিনদ্বীপের নিকটবর্তী সমুদ্র এলাকা থেকে ৬ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড বাহিনী। জব্দ ইয়াবার মূল্য ৩১ কোটি টাকা প্রায় বলে জানা যায়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
রোববার ( ০৮ এপ্রিল ) রাতে সেন্টমার্টিনদ্বীপের নিকটবর্তী সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়েছে বলে যায় কোস্ট গার্ড ।
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী ঢাকা সদর দপ্তরের অপারেশান্স পরিদপ্তর (গোয়েন্দা শাখা) সহকারী গোয়েন্দা পরিচালক লেঃ কমান্ডার বিএন আবদুল্লাহ আল মারুফ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন সেন্টমার্টিন্স কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সেন্টমার্টিন এর নিকটবর্তী সমুদ্র এলাকা হতে ৬ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কোস্ট গার্ড সদস্যরা একটি সন্দেহজনক বোটকে ধাওয়া করলে উক্ত বোটে থাকা লোকজন ৪টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ভাসমান প্লাস্টিকের বস্তা হতে ৬ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক মূল্য ৩১ কোটি টাকা।
জব্দকৃত ইয়াবা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।