Friday,14 September 2018
ctgbarta24.com
টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কে নারায়ণগঞ্জ সদরে ৭০ হাজার ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আটক আজিজুল হক (৩৫) কক্সবাজারের লেঙ্গুরবিল এলাকার আমির আহম্মেদের ছেলে।
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লায় পাগলার মুন্সিখোলা চেকপোস্টে বৃহস্পতিবার তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মুন্সীখোলা এলাকায় চেকপোস্টে যানবাহনে তল্লাশি করছিল ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল।এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় এক যাত্রী ব্যাগ নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে ব্যাগটি তল্লাশি করে সাতটি প্যাকেটে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
মনিরুল বলেন, মাদকের চালানটি ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য কক্সবাজার থেকে আনা হচ্ছিল বলে জানান আটক আজিজুল।
ওই চক্রের অন্য সদস্যের গ্রেপ্তারে পুলিশের একটি দল টেকনাফের উদ্দেশে রওয়ানা হয়েছে বলে জানান তিনি।
এদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আটক আজিজুল টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক। সে রাজনৈতিক ছত্রছায়ায় একটি সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।





