জরিমানা হতে যাচ্ছে তামিম ইকবাল ও সিলেট সুপার স্টারর্স মালিকের

মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

Tamim with bcb ceo

 

স্পোর্টস ডেস্কঃ সর্বশেষ  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)  একটি ম্যাচে মাঠের মধ্যে তামিম ইকবাল ও সিলেট সুপার স্টারর্সের মালিক আজিজুল ইসলামের মধ্যে বিবাদের ঘটনায় দুইজনকেই জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসরের দ্বিতীয় দিনে  চিটাগং ভাইকিংস ও সিলেট সুপার স্টার্সের ম্যাচে এই বিবাদের ঘটনা ঘটে ।সিলেটের বিদেশী দুই খেলোয়াড় রবি বোপারা ও জোশ কবের নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র না থাকায় বিপত্তি শুরু হয়। এক পর্যায়ে বিবাদে জড়িয়ে পরতে দেখা যায় তামিম ইকবাল ও সিলেট সুপার স্টার্সের চেয়ারম্যান আজিজুল ইসলামকে। এই সমস্যা সমাধান করে ম্যাচ শুরু হতে দেরি হয় ৭০ মিনিট।

পরে মাচ শেষে সংবাদ সম্মেলনে  তামিম বলেছিলেন, “ক্রিকেটারদের সঙ্গে ভিক্ষুকের মতো আচরণ মেনে নেওয়া যায় না। আমার পরিবার ও বাবা-মা তুলে গালিগালাজ করা হয়েছে।এমন চলতে থাকলে খেলাই ছেড়ে দেব।”

ডিসিপ্লিনারি কমিটির বৈঠক শেষে বিসিবির পরিচালক শেখ সোহেল বলেন, ‘তামিমের ব্যাপারটি নিয়ে দেরি হওয়ায় আমি সত্যি দুঃখিত। আমি আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে কথা বলেছি, মাঠে যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছি, ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছি। আমি যেটা দেখলাম, তাতে আমি ঠিক করেছি দুজনকেই শাস্তি দেওয়া হবে।’

তবে এখন নয় জিম্বাবুয়ে সিরিজের পরই আর্থিক শাস্তির মুখে পড়বেন দুইজনই। এ বিষয়ে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেোরম্যান শেখ সোহেল বলেন, ‘দুজনকেই আর্থিক জরিমানা করা হবে। তবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ শেষে ফাইনাল করা হবে তাদের জরিমানার পরিমাণ।’তবে ঘটনার শুরু সিলেটের মালিক করেছেন বলে তার শাস্তিটাও হবে বেশি।

শেখ সোহেল বলেন,“জরিমানার অর্থ কম-বেশি হবে। যেহেতু মালিক অন্যায়ভাবে মাঠে ঢুকে জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ করেছেন, তার জরিমানা বেশি। উনিই শুরু না করলে এমন হতো না।”

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image