Friday,24 August 2018
ctgbarta24.com
কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে র্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৪ আগস্ট ) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান আজাদ (৪২) ঢাকা সাভারের হেমায়েত পুরের আনিসুর রহমানের পুত্র।
র্যাব-৭ এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, টেকনাফ হতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের একটি দল টেকনাফ পৌর এলাকার কে,কে পাড়া সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে প্রধান সড়কে একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেয়। গাড়িতে থাকা মাদক পাচারকারীরা র্যাবকে দেখামাত্র গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে র্যাবের ২ সদস্য আহত হলে র্যাব সদস্যরা পাল্টা গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। রক্তাক্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্রের সুত্রধরে সে ঢাকা সাভারের হেমায়েত পুরের আনিসুর রহমানের পুত্র আজিজুর রহমান আজাদ (৪২)বলে নিশ্চিত করা হয়।
পুলিশ খবর পেয়ে হাসপাতাল হতে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
এদিকে উপজেলা সদর হাসপাতালে কর্তব্যরত ডাঃ টিটু চন্দ্রশীল র্যাবের দুই সদস্য আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
ঘটনাস্থল থেকে ০১ টি বিদেশি পিস্তলসহ এবং আনুমানিক ৬৮,০০০ পিস ইয়াবা উদ্ধার ও গোলাগুলিতে আগুন লেগে পুড়ে যাওয়া ০১ টি মাইক্রোবাস জব্দ করেছে র্যাব-৭।




