Sunday,15 July 2018
ctgbarta24.com
বিশেষ সংবাদদাতা : নগরীর কোতোয়ালী জেল রোড থেকে ৯৩০ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আটক কিশোর মো. সৈয়দ নুর (১৪) কক্সবাজার জেলার টেকনাফ হ্নীলা এলাকার মো. তৈয়বের ছেলে।
শনিবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে জেল রোডের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পাঁচলাইশ সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মা।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে জেল রোডের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ৯৩০ পিস ইয়াবাসহ মো. সৈয়দ নুরকে গ্রেফতার করা হয়েছে।
মো. সৈয়দ নুর পেশাদার ইয়াবা ব্যবসায়ী বলে জানান তপন কান্তি শর্মা।
মো. সৈয়দ নুরকে আসামি করে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি




