Tuesday,11 September 2018
ctgbarta24.com
জেড করিম জিয়া : স্বামীর সাথে অভিমান করে ব্যাটারির বিষাক্ত পানি পান করে আত্মহত্যার চেষ্টা করেছে স্ত্রী হামিদা খাতুন (২৬)। সে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যামপ ‘ব্লক এ ২৮০ নাম্বার’ সেল্টারের বাসিন্দা জালাল আহমেদের মেয়ে বলে জানা যায়। হামিদা খাতুন ৪সন্তানের জননী এবং মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ তৈয়ব এর স্ত্রী।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজ রুমে এ ঘটনা ঘটে।
অত্র ব্লকের মাঝি নুর বক্ত জানান, হামিদা খাতুন তাঁর মালয়েশিয়া প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে কথা বলতে বলতে ব্যাটারির বিষাক্ত পানি পান করে আত্যহত্যার চেষ্টা করে। পরে তাকে স্থানীয় লেদা ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন বলে জানান তিনি।




