Wednesday,08 August 2018
ctgbarta24.com
শাটল ট্রেনে উঠতে গিয়ে রবিউল আলম (২৬) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (০৮ আগস্ট) সকাল ৮টার দিকে নগরের ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রবিউল কক্সবাজার জেলার টেকনাফের হুয়াইরাং এলাকার মো. হোসেনের ছেলে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটলে উঠোর সময় ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থীর দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডের ওই শিক্ষার্থীর চিকিৎসাসেবা চলছে।




