Saturday,08 September 2018
ctgbarta24.com
টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়নের মিনাবাজার গ্রামে ৮ পা এবং ২ লেজ বিশিষ্ট অদ্ভুদ একটি বাচুর প্রসবের খবর পাওয়া গেছে। বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ঢল নামে।
মিনাবাজার স্টেশনস্থ মালি বিবি জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাও: আলী আহমদ এবং স্থানীয় যুবক কবির আহমদ জানান, ‘শুক্রবার ৭ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে উক্ত গ্রামের এখলাস মিয়ার পুত্র আনর আলীর গাভী নির্ধারিত সময় শেষে একটি মৃত বাচুর প্রসব করে। বাচুরটির গড়ন স্বাভাবিক হলেও ৮ পা এবং ২ লেজ বিশিষ্ট। তবে মুখ একটি। সন্ধ্যায় উৎসুক জনতার ঢল উপেক্ষা করে বাচুরটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে’।
এব্যাপারে যোগাযোগ করা হলে টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহকারী প্রাণী সম্পদ অফিসার মোঃ আবদুর রহিম আজাদ বলেন, ‘এটি বিরল ঘটনা। এ সম্পর্কে কেউ আমাদেরকে অবহিত করেননি’।




