অক্টোবর মাসে শিশু হত্যা ৩০ এবং ধর্ষণের শিকার ৭৪ নারী ও শিশু

Wednesday,01 Nov 2017

Ctgbarta24.com

অক্টোবর মাসে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির ইতিবাচক কোন পরিবর্তন হয়নি বলে মনে করে দেশের অন্যতম মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। সংস্থার মাসিক পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে অক্টোবর মাসের এ চিত্র সামনে আসে। পারিবারিক ও সামাজিক নৃসংশতার বিষয়টি দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা উদ্বেগজনক। এছাড়াও শিশু হত্যা, শিশু ধর্ষণ, গণ ধর্ষণ,পারিবারিক ও সামাজিক কোন্দলে আাহত ও নিহত, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি ছিল উল্লেখযোগ্য এ মাসে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার অক্টোবর মাসের মনিটরিং-এ পাওয়া তথ্য-উপাত্ত থেকে দেখা যায়:

ধর্ষণ ঃ অক্টোবর মাসে ধর্ষণের শিকার হয়েছে ৭৪ জন নারী ও শিশু । এদের মধ্যে শিশু ২৮ জন। ২৭ জন নারী। ১৭ জন নারী গণ ধর্ষণের শিকার হন ও ২ জনকে ধর্ষনের পর হত্যা করা হয়। ঢাকা , চট্টগ্রাম ও রাজশাহীতে ধর্ষণের ঘটনা বেশী। রাজশাহীতে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। সাভারে ধর্ষণের শিকার হয় দুই শিশু।

আত্মহত্যা ঃ অক্টোবর মাসে সারা দেশে আত্মহত্যা করেছে ৬৭ জন । এদের মধ্যে ১৭ জন পুরুষ , ৪৩ জন নারী ও শিশু ৭ জন । পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানী, পরীক্ষায় খারাপ ফলের কারনে এসকল আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে । ঢাকা বিভাগে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশী। এর মধ্যে ঢাকা, ফরিদপুর ও নারায়নগঞ্জে আত্মহত্যার হার বেশী।

শিশু হত্যা ঃ অক্টোবর মাসে ৩০ শিশুকে হত্যা করা হয় । এদের মধ্যে মা-বাবার হাতে নিহত হয় ৫ জন। সাভারে দেড় বছরের এক শিশুকে লাথি মেরে হত্যা করেছে পাষন্ড পিতা। নরসিংদীতে ১৫ বছরের এক শিশুকে আগুনে পুড়িযে হত্যা করে শিশুটির চাচী।

পারিবারিক কলহঃ পারিবারিক কলহে অক্টোবর মাসে নিহত হন ৪২ জন, এদের মধ্যে পুরুষ ১২ জন ,নারী ৩০ জন।। এদের মধ্যে স্বামীর হাতে নিহত হন ২৭ জন নারী। আর স্ত্রীর হাতে নিহত হন ২ জন স্বামী । পারিবারিক সদস্যদের মধ্যে দ্বন্ধ, রাগ, পরকীয়া সহ বিভিন্ন পারিবারিক কারনে এই সব মৃত্যু সংগঠিত হয় বলে জানা গেছে। রাজধানীতে টুম্পা নামের এক গৃহবধূকে পারিবারিক কলহের কারনে হত্যা করে স্বামী।

সামাজিক অসন্তোষ ঃ সামাজিক অসন্তোষের শিকার হয়ে এই মাসে নিহত হয়েছেন ১১ জন ! আহত হয়েছেন ২৯৭ জন। সামাজিক সহিংসতায় আহত ও নিহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে । জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেড়ে নওগায় এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

ক্রস ফায়ার: অক্টোবর মাসে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রস ফয়ারে নিহত হয় ১৩ জন। পুলিশের ক্রস ফায়ারে ৮ জন ও র‌্যাব এর ক্রস ফায়ারে ৫ জন নিহত হন। বিভিন্ন কারনে পুলিশ ও থানা হেফাজতে নিহত হয় ৫ জন।

খুন ঃ অক্টোবর মাসে দেশে সন্ত্রাসী কর্তৃক নিহত হন ৮৬ জন । এ । যশোরে সন্ত্রাসীদের হাতে নিহত হন একজন রাজনৈতিক নেতা। রাজধানীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন এক যুবক।

অন্যান্য সহিংসতার ঘটনা- অক্টোবর মাসে মাদকের প্রভাবে বিভিন্ন ভাবে নিহতের সংখ্যা ৯ জন, আহত হয় ২ জন। পানিতে ডুবে, অসাবধানবশত, বিদ্যুৎপৃস্ট হয়ে, বজ্রপাতে, মৃত্যুবরন করেছে ৫০ জন। গণপিটুনিতে নিহত হয় ৩ জন, আহত ৫। সড়ক দূর্ঘটনায় নিহত ১৬৮ জন, আহত ৩১০ জন। চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয় ৮জনের। রাজনৈতিক সহিংসতায় আহত হয় ২৬৪ জন যার অধিকাংশ ঘটনা সরকারী দলের আন্তকলহের জেরে। অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে ১৬ টি। জঙ্গি ও সন্ত্রাসী দমন অভিযানে গনগ্রেফতার করা হয় ৩৮০ জনকে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image