ইয়াবা বহনের নয়া কৌশল, উদ্বার ৮৫ হাজার পিস

নিজস্ব ডেস্ক , সিটিজিবার্তা২৪ডটকম

রোববার, ১৪ জানুয়ারি ২০১৮

ইয়াবা বহনের নয়া কৌশল, উদ্বার ৮৫ হাজার পিস

ইয়াবা বহনের নয়া কৌশল, উদ্বার ৮৫ হাজার পিস

আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই প্রতিনিয়ত কৌশল পরিবর্তণ করে মাদক ব্যবসায়ীরা। কেউ জুসের বোতলে, কেউ লাউ বা মিষ্টি কুমড়া, আর কেউ মোটরবাইকের তেলের ট্যাঙ্কির মধ্যে। কিন্তু এবার তারা নিয়েছিল নয়া এক কৌশলের।

কক্সবাজার জেলার টেকনাফের মোঃ এহসান ওরফে নুরুল আলম(২২) ও রহমতউল্লাহ(২০) তারা তাদের ব্যবহৃত একটি পিকআপের চেসিসের মধ্যে ইয়াবা রেখেছিল। উদ্দেশ্য আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে টেকনাফ থেকে ঢাকায় পৌঁছানো। কিন্তু পারেনি। ধরা পড়ে গেল চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের হাতে।

১৪ জানুয়ারি, ২০১৮ সকাল ছয়টায় আকবরশাহ থানার মনসুরাবাদের শ্যামলী পরিবহন এর কাউন্টারের সামনে হতে তাদের ব্যবহৃত পিকআপটি তল্লাশি করা হয়। আর তখন বের হয় থলের বিড়াল। পিকআপের চেসিসের মধ্যে বিশেষ কৌশলে রাখা এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা আরো একজনের বিরুদ্ধে আকবারশাহ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তথ্য সূত্র: ডিএমপি নিউজ

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image