Thursday,09 August 2018
ctgbarta24.com
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলমিক স্টাডিজ বিভাগ কর্তৃক “ইসলামিক স্টাডিজ সমিতি কার্যকরী পরিষদ-২০১৮” ঘোষিত হয়েছে।
বুধবার (৮ আগস্ট) দুপুর ১.০০ টায় ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে চলমান সকল বর্ষের ক্লাস-প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এনামুল হক। আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড.আ ন ম আবদুল মাবুদ।
উক্ত সভায় ক্লাস-প্রতিনিধিদের প্রত্যক্ষ সম্মতিতে ঘোষিত হয় কার্যকরী পরিষদ-২০১৮”।
নতুন কমিটিতে সভাপতি : মোঃ আরিফুল ইসলাম (এম.এ.), সহ-সভাপতি: শরিফ উদ্দন (এম.এ.), সাধারণ সম্পাদক: মাসুম বিল্লাহ আরিফ (৪র্থ বর্ষ), সাংগঠনিক সম্পাদক: শাফায়েত হোসেন (৩য় বর্ষ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মাসুম বিল্লাহ মাহদী (৪র্থ বর্ষ), উপ- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : ইসরাত জাহান জেরিন (৩য় বর্ষ), সহকারি উপ- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : মুনিরুল আলম মুনির (২য় বর্ষ), প্রচার সম্পাদক: মোহাম্মদ ইসমাইল (২য় বর্ষ), উপ- প্রচার সম্পাদক: নূর হোসাইন (১ম বর্ষ), ক্রীড়া সম্পাদক: শাকিল আহমদ (২য় বর্ষ), উপ-ক্রীড়া সম্পাদক: আব্দুল আদিল মুনাব্বির (১ম বর্ষ) দায়িত্ব প্রাপ্ত হয়।
সদ্য গঠিত কমিটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, “ইসলামিক স্টাডিজ সমিতির অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। বিভাগের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে মেধা, মননশীলতা ও ভ্রাতৃত্ব বিকাশে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সম্মানীত শিক্ষক মহোদয়গণের আন্তরিক সহায়তা আমাদের কর্মতৎপরতায় সার্বক্ষণিক প্রেরণা জোগাবে।”
উল্লেখ্য, “ইসলামিক স্টাডিজ সমিতি” ইসলামিক স্টাডিজ বিভাগ, চবি’র একটি শিক্ষার্থী বান্ধব স্বতন্ত্র সংগঠন। বিভাগের সম্মানীত শিক্ষকদের পৃষ্টপোষকতায় এটি পরিচালিত হয়।