কক্সবাজারে ১০২০০ পিস ইয়াবাসহ আটক ৩

Tuesday,16 Jan 2018

Ctgbarta24.com

কক্সবাজার : কক্সবাজার জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা দশ হাজার দুইশত পিস ইয়াবাসহ ০৩ জন কে আটক করেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল এর নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, মাহমুদর রহমান (২৮) সাং-পশ্চিম পানখালী ৪ নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, মোঃ আজিজ (২২), সাং-জাদীমুরা (জালিয়াঘাট, বটতলা), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, মোঃ আরমান ওরফে ইউনুচ (২৪), সাং- জাদীমুরা, ওয়ার্ড-০৯, থানা-টেকনাফ বলে জানা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুসারে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় কক্সবাজার এর পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, উপ- পরিদর্শক শেখ আব্দুল কাশেম, সিপাই জ্ঞান দত্ত চাকমা, সিপাই আব্দুল্ল আল মামুন ও সিপাই হুমায়ূন অংশগ্রহণ করেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image