কণিকা’র উদ্যোগে “জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস” ক্যাম্পেইন অনুষ্ঠিত

Thursday,02 Nov 2017

Ctgbarta24.com

চট্রগ্রাম : কণিকা একটি রক্তদাতা সংগঠন” এর উদ্যোগে আজ ২রা নভেম্বর ১৭ “জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস” উপলক্ষে কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজে ‘কণিকা ক্যাম্পাস ক্যাম্পেইন’ আয়োজন করা হয়।

আয়োজিত এ ক্যাম্পেইনে দিনভর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও সচেতন করার লক্ষ্যে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট। তাছাড়াও,কণিকার “থ্যালাসেমিয়া সাপোর্ট সেন্টার” এর পক্ষ থেকে থ্যালাসেমিয়া রোধে মোটিভেশনাল স্পিচ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

দিনব্যাপী ক্যাম্পাসে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় ৩০০ জনের অধিক ছাত্র ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে ৬০ জনের নাম তালিকাভুক্ত করা হয়। ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান অতিথি, কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আমিনুল হক বলেন ” ১৮ বছর থেকেই সকল ছাত্র ছাত্রীদের রক্তদানে সচেতন করে তোলা অবশ্যকরণীয়, তিনি কণিকার এমন উদ্দ্যেগকে সাধুবাদ জানান।

‘সংগঠনের সভাপতি জনাব সাইফুল্যাহ মনির বলেন “একটি মানবিক সমাজ গড়ে তোলার তাগিদে, রক্তের অপ্রতুলতাজনিত সমস্যা দূরীকরণে এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন বিশেষ ভূমিকা পালনে সক্ষম বলে মনে করি আমরা। তাই ভবিষ্যতেও “কণিকা ক্যাম্পাস ক্যাম্পেইন” এর ব্যানারে পর্যায়ক্রমে চট্রগ্রামের সবগুলো বিশ্ববিদ্যালয়ে ও কলেজে এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা চালু থাকবে বলে আশা রাখি।”

উক্ত ক্যাম্পেইনে কণিকার সহ সভাপতি জনাব সাঈদ আহমদ নাসিফ এবং কার্যনির্বাহী সদস্য জিহানুর রহমান,ইমার,এইচ এম হাকিম,মহসিন নিলয়,নাবিলা আফরোজ,সায়মা সামস,মোঃ আনসার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে সচেতন করার তাগিদে ২০১২ সাল থেকে কাজ করে চলছে “কণিকা-একটি রক্তদাতা সংগঠন।”

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image