Friday,10 August 2018
ctgbarta24.com
‘সৃষ্টির জন্য ভালোবাসা’ এ স্লোগানকে ধারণ করে রক্তদাতা সংগঠন ‘কণিকা’র ৫ম বার্ষিক সাধারণ সভা- ২০১৮ আয়োজন করা হয়।
শুক্রবার বিকাল ৪ টায় নগরীর জিইসির কণিকা’র প্রধান কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েম বিগত বছরের বার্ষিক সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন।
সহকারী অর্থ-সম্পাদক নাবিলা অাফরোজ তুলে ধরেন সংগঠনের অায়-ব্যয়ের সার্বিক চিত্র। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটি ২০১৮-১৯ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রথমবারের মত সভাপতি হিসেবে নির্বাচিত হন কণিকার প্রতিষ্ঠাতা জনাব সাঈদ অাহমেদ নাসিফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ইমার অাহমেদ, সহ-সভাপতি মোবারক আহমদ জুয়েল, অর্থ-সম্পাদক নাবিলা অাফরোজ, দপ্তর সম্পাদক রশ্মি ধর, ক্যাম্পেইন সম্পাদক সারোয়ার ইসলাম রুহেত, প্রকাশনা সম্পাদক তানজির অাহমেদ, অাইটি সম্পাদক আদিল আব্বাস।
পরে প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ মুনির নব নির্বাচিতদের শপথবাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়।




