Tuesday,08 May 2018
ctgbarta24.com
চট্রগ্রাম : ‘হৃদয়ে ধারণ করে সমাজের প্রাণ’ প্রতিপাদ্যে নবীন ও প্রবীণ লেখকদের ত্রৈমাসিক সাময়িকী ‘আলোকপত্র’ -এর মোড়ক উম্মোচন করা হয়েছে।
মঙ্গলবার ( ০৮ মে) বিকালে নগরীর জিইসিস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও অনুবাদক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহীত উল আলম আনুষ্ঠানিক ভাবে এই পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উম্মোচনকালে ড. মোহীত উল আলম বলেন, মৌলিক চিন্তাশক্তির অধিকারী তরুণ লেখকদের অপরিমিত সৃজনশীল প্রতিভার বিকাশে আলোকপত্র বিশেষ ভূমিকা রাখবে। শুদ্ধভাবে বাংলা ভাষা লিখা ও চর্চার জন্য এই পত্রিকা তরুণদের জন্য একটি বাতিঘর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান সাদাত জামান খান বলেন, লেখনী হল জ্ঞানচর্চার সর্বোচ্চ মাধ্যম যা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে এবং আলোকপত্র সমাজকে ধারণ করে সাহসিকতার সাথে এগিয়ে যাবে। সৈয়দ জসীম উদ্দীন আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণরা পাঠাভ্যাস গড়ে তুললে লেখক সৃষ্টি হবে। পাঠাভ্যাসের মাধ্যমে তরুণরা নিজেদের সমৃদ্ধ করবে।
এ সময় আলোকপত্র- এর সম্পাদক সৈয়দ জসীম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সরওয়ার মোরশেদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান সাদাত জামান খান, ডেল এলামনাই এসোসিয়েশনের সভাপতি গৌরব জামান, প্রমুখ তরুণ লেখক-লেখিকা ও আলোকপত্র পরিবারের সদস্যবৃন্দ।