নগরীতে আফছারুল আমিনের সমর্থনে গণসংযোগ

Tuesday,25 December 2018

ctgbarta24.com

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ আফছারুল আমীনের সমর্থনে গণসংযোগ শুরু করার প্রাক্কালে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। স্বাধীনতার চেতনার পক্ষে নতুন ভোটার ও তরুণ প্রজন্ম ভোট দেবে’।

তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা বার্তা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা দিয়ে যাচ্ছেন। এবার ক্ষমতায় এলে তিনি যুবকদের বেকার ভাতা, বয়স্কদের পেনশনের ব্যবস্থা করার কর্মসূচি হাতে নেবেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও সুশিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

সরাইপাড়া ওয়ার্ডে ডি.টি রোড থেকে শুরু করে ঝর্ণা পাড়া, নজির আহমদ চৌধুরী রোড, শামসু কমিশনারের বাড়ি এবং নাজির আহমদ চৌধুরী রোডসহ গণসংযোগ করা হয়।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মহানগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, আনিসুর রহমান মামুন, মো: কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলী হোসেন, মো: মোস্তাক, মো: ইকবাল, জালাল আহমেদ, যুবনেতা হাজী নুরুজ্জামান, ইয়াছিন ভূইয়া, সাজু দাশ, মো: ফয়সাল, মো: আনসার, শহিদুল ইসলাম, জানে আলম, মো: খোকন, মো: আলমগীর, মো: বুলবুল, আরিফুল ইসলাম অন্তর, টিটু তালুকদার, মো: জুয়েল প্রমুখ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.