Tuesday,24 July 2018
ctgbarta24.com
নগরীতে এক খুচরা ইয়াবা বিক্রেতাকে আটকের পর কৌশলে ফাঁদ পেতে আরও তিন সেবনকারীকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মো. সাজ্জাদ হোসেন (২৮), সামু হোসেন (৪০) ও মো. আরিফ প্রকাশ মজিদ (৪৭)।
শনিবার (২১ জুলাই) রাতে নগরীর আসকার দীঘির উত্তর পশ্চিম পাড় এলাকার এস এস খালেদ সড়ক থেকে আব্দুর রহিম (৪০) নামে এক খুচরা ইয়াবা বিক্রেতাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, রহিমকে আটকের পর থেকে তার মোবাইলে একের পর এক সেবনকারীদের ফোন আসতে থাকে। এক পর্যায়ে আমরা তাদেরও ধরার জন্য কৌশল অবলম্বন করি। আমাদের হেফাজতে থেকে রহিম সেবনকারীদের ইয়াবা সরবরাহের আশ্বাস দিয়ে নিজের কাছে নিয়ে আসেন। এরপর আমরা তিনজনকে আটক করতে সক্ষম হই।




