প্রতারণার অভিযোগে ভারতীয় নাগরিক আটক

Wednesday,09 May 2018

ctgbarta24.com

চট্রগ্রাম ঃ নানান পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে নগরীর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক কল্যাণ জ্যোতি ওরফে বাবলু বড়ুয়া ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপি’র সঙ্গে ঘনিষ্ঠতার কথা প্রচার ও নানা পরিচয়ে প্রতারনা করে অর্থ হাতিয়ে নিতেন।

গ্রেফতার হওয়া কল্যাণ জ্যোতি ওরফে বাবলু বড়ুয়া ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়া শহরের বাংলাদেশ বৌদ্ধ বিহারের বাসিন্দা। তার আদি বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা।

মঙ্গলবার (০৮ মে) নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলা স্টার পার্ক আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।এসময় তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট ও বাংলাদেশী ভুয়া জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মহসিন জানান, ভারত ও বাংলাদেশের প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গে কল্যাণের ছবি আছে। মূলত সেটাই তার প্রতারণার মূল হাতিয়ার বলে অভিযোগ পেয়েছি।

পুলিশের উপস্থিতিতে কল্যাণ জ্যোতি ওরফে বাবলু বড়ুয়া সাংবাদিকদের জানান, ১৯৯৪ সালে ১৩ বছর বয়সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে বৌদ্ধ গুরুর সঙ্গে ভারত চলে যান তিনি। সেখানে বৌদ্ধ মঠে বেড়ে উঠেন। ২০০৭ সালে ভারতের নাগরিকত্ব পান। বাড়িও করেন সেখানে। এরমধ্যে গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায় বিয়ে করে সংসার পাতেন। রাঙ্গুনিয়ায় তার স্ত্রী, কন্যা ও বাবা-মা রয়েছে। বাংলাদেশে আসার পর তার বাবা সুবিমল বড়ুয়ার নামে একটি বাসও কিনেছেন কল্যান জ্যোতি।

সর্বশেষ গত ১১ এপ্রিল বাংলাদেশে আসেন তিনি। গত ৪ মে শুক্রবার সকালে মিজু চৌধুরী ও প্রকৌশলী জহির নামে দুই ব্যক্তির সঙ্গে যান বিএনপির এক শীর্ষ নেতার বাসায়। সেখানে নিজেকে বিজেপির সর্ব ভারতীয় সম্পাদক রাম মাধবজীর ঘনিষ্ঠজন দাবি করে সম্প্রতি বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক করিয়ে দেওয়ারও আশ্বাস দেন কল্যান জ্যোতি।

আপনার মতামত দিন....

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.