Wednesday,05 December 2018
ctgbarta24.com
চট্রগ্রাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি বন্দর নগরী চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশে মানসম্পন্ন উচ্চ শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালনকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার ইউনিভার্সিটি’র উপাচার্য পদে (বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন,২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী) বিশ্ববরেণ্য সমাজ বিজ্ঞানী এবং শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত জ্ঞানতাপস প্রফেসর ড. অনুপম সেন মহোদয়কে আগামী চার বছর দায়িত্ব পালনের জন্য নিয়োগ প্রদান করেছেন।
অভিনন্দন বার্তায় চট্রগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ সিথি বলেন, ‘’মাহামান্য রাষ্ট্রপতি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের এই সিদ্ধান্ত চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশে মানসম্পন্ন উচ্চ শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখবে।আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবার মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।’’