রোববার, ১ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছরের শিশুকন্যা রাইফার চিকিৎসায় কোন ধরণের ত্রুটি কিংবা অবহেলা প্রমাণিত হয় তাহলে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’
আজ রোববার (০১ জুলাই) বিকেলে নগরীর মেহেদিবাগ এলাকার বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করা শিশু রাইফার পরিবারের কাছে গিয়ে তিনি এসব কথা বলেন।
ভুল চিকিৎসায় আড়াই বছরের একমাত্র শিশুকন্যা রাইফাকে হারিয়ে সাংবাদিক রুবেল খান সিটি মেয়রকে কাছে পেয়ে তার মনের আকুতি তুলে ধরেন।

একমাত্র শিশুকন্যা রাইফাকে হারিয়ে সাংবাদিক রুবেল খান সিটি মেয়রকে কাছে পেয়ে তার মনের আকুতি তুলে ধরেন।
এসময় সিটি মেয়র রাইফার পিতামাতাকে সান্তনা দিয়ে বলেন সন্তান হারার বেদনা আমি বুঝি। সিটি মেয়র এসময় রাইফার পরিবারের অন্যান্য খোঁজ-খবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সিটি মেয়রের সাথে জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান চৌধুরী, আবদুল মান্নান ফেরদৌস, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।





