রিভিউ বোর্ডের শুনানীর নবম দিনে ১৮৬ জন হোল্ডারের আপত্তি নিষ্পত্তি

Wednesday, 08 Nov 2017

Ctgbarta24.com

চট্রগ্রামঃ কর সার্কেল ৪ এর আপিলকারীদের আপিল নিষ্পত্তির জন্য আজ সকাল ১১ টা থেকে রিভিউ বোর্ড এর কার্যক্রম শুরু হয়। আজ ( ০৮ নভেম্বর ) ১৮৬টি আপত্তি নিষ্পত্তি করা হয়। শুনানীর নবম দিনে আপিল রিভিউ বোর্ডে উপস্থিত হওয়ার জন্য ২০০ জন হোল্ডার এর নিকট পত্র প্রেরণ করা হলে তন্মোধ্যে ১৮৬ জন হোল্ডার আপীল রিভিউ বোর্ডে শুনানীর জন্য উপস্থিত হয়েছেন। আপীল রিভিউ বোর্ড হোল্ডারদের আপত্তি আমলে নিয়ে নির্ধারিত ভেল্যু থেকে গড়ে ৭৩.৮৪% ছাড় দিয়েছে। এছাড়াও ১৪ জন গরীব হোল্ডারকে বছরে নামমাত্র ৫১ টাকা হোল্ডিং ট্যাক্স নির্ধারন করা হয়েছে এবং ১১ জন হোল্ডারের পৌরকর পূর্বের হার বহাল রাখা হয়েছে।

আপিল রিভিউ বোর্ড ১৮৬ জন হোল্ডারের অ্যাসেসমেন্ট ভেল্যু ৩ কোটি ৭৭ লক্ষ ৩৫ হাজার ৪ শত টাকা থেকে কমিয়ে ৯৮ লক্ষ ৭২ হাজার ২ শত টাকা ভেল্যু ধার্য্য করেছে। ফলে এ্যাসেসমেন্ট ভ্যালু থেকে ২ কোটি ৭৮ লক্ষ ৬৩ হাজার ২ শত টাকা কর কমল। আপিল রিভিউ বোর্ড দু’ভাগে বিভক্ত হয়ে শুনানীতে অংশ নেন।

মেয়র দপ্তরে অনুষ্ঠিত শুনানীতে সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরে রিভিউ বোর্ডের শুনানীতে মেয়রের পক্ষে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাবিবুল হক।

আপিল রিভিউ বোর্ড সদস্য প্রকৌশলী এম.আবদুর রশিদ, এডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, কর কর্মকর্তা ও উপ কর কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image