সোমবার, ১৬ জুলাই ২০১৮
প্রেস বিজ্ঞপ্তি: শিশু কিশোরদের মেধা বিকাশ ও ক্রীড়া অঙ্গনে ব্যাপক অবদান রাখার লক্ষ্যে চট্টগ্রাম জেলা আওতাধীন এলাকায় রিলেশন ক্রীড়া চক্রের কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক ইসলাম-কে বহাল রেখে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সাইফুল হক।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি তাজুল ইসলাম, নাজিম উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ দাশ, জাবের আলম, সাংগঠনিক সম্পাদক ফরমান আহমদ জনি, অর্থ সম্পাদক রাফিদুল আবরার চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আয়েশা সোনিয়া, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন বিপ্লব, প্রচার সম্পাদক নাজমুল হক মাসাদ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম হৃদয়, ক্রীড়া সম্পাদক মোক্তার হোসেন রাজু, স্টেডিয়াম প্রতিনিধি আতিকুল হাকিম, গিয়াস উদ্দিন তালুকদার আদর, সদস্য এস.এম মাহি, শাহরিয়ার নাফিজ, আহনাফ তাহমিদ চৌধুরী সিফাত, আশরাফুল আলম অভি, আব্দুল্লাহ আল হাসান শুভ, হাবিব উল্লাহ হাসান ও ওয়াহিদুল ইসলাম আরমান।
আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রসঙ্গত, ২০০৩ সাল হতে অত্র প্রতিষ্ঠান ক্রীড়া অঙ্গনে যাত্রা শুরু করেছিল।