এই মাত্র:

সকলের সম্মিলিত প্রয়াসে এই আইজিপি ব্যাজ : ওসি মাইন

Sunday,13 Jan 2018

Ctgbarta24.com

ওসি মাইন উদ্দিন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে টেকনাফ সাংবাদিক ইউনিটি।

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ : কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাইন উদ্দিন আইজিপি ব্যাজ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে টেকনাফ সাংবাদিক ইউনিটি।

শনিবার ( ১৩ জানুয়ারি ) ৬.৩০ মিনিটের দিকে টেকনাফ মডেল থানায় ওসির কার্যালয়ে ইউনিটির সদস্য ও নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান।

এসময় ওসি মাইন উদ্দিন বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে এই আইজিপি ব্যাজ। এইজন্য তিনি গনমাধ্যম কর্মী ও থানার সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।টেকনাফ উপজেলার সুস্থ আইনশৃঙ্খলার ব্যপারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

গত ১০ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শীল্ড প্যারেড পুরস্কার বিতরণীর শেষে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ ২০১৮ পড়িয়ে দেন আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।

এসময় টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা গিয়াস উদ্দিন, জেড করিম জিয়া, সভাপতি সাইফুল ইসলাম সাইফী, সহ-সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, সদস্য আবুল আলী, নুর হাকিম আনোয়ার, রাশেদুল করিম, এম আমান উল্লাহ আমান, রহিম উল্লাহ, আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image