সিরাজগঞ্জে বাংলা মদ পান করে নিহত ২

Wednesday,01 Nov 2017

Ctgbarta24.com

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী বাজারে ‘বাংলা মদ পান করে’ মতিয়ার রহমান মতি ও বেলাল হোসেন নামের দুজন নিহত হয়েছেন।

আজ বুধবার ভোররাতে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতি মারা যান। অন্যদিকে গতকাল মঙ্গলবার রাতে গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামে বেলাল হোসেনের মৃত্যু হয়।

নিহত মতিয়ার রহমান মতি (৪২) উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং বেলাল হোসেন (৫০) উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামের ইয়ার বক্সের ছেলে।

স্থানীয় ছাত্রলীগ নেতা সোহেল রানা জানান, মঙ্গলবার রাতে সোনামুখী বাজারে মতি, বেলালসহ বেশ কয়েকজন বাংলা মদ পান করে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতে বেলাল হোসেন নিজ বাড়িতে মারা যান। গুরুতর অবস্থায় মতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

গান্ধাইল ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বেলাল ও মতি মাদকাসক্ত ছিলেন। তবে মদ খেয়ে তাঁদের মৃত্যু হয়েছে কি না, এটা জানা নেই।’

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুণ্ডু বলেন, ‘দুজনের মৃত্যুর কথা শুনেছি। তবে মদ খেয়ে হয়েছে কি না, জানি না। পরিবার থেকেও এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি।’ অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image