Wednesday,21 November 2018
ctgbarta24.com
চট্রগ্রাম : স্বেচ্ছাসেবী,সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার’অভিষেক ও সংবর্ধনা অনুষ্টান বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
“ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা”র প্রতিষ্টাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও কাজী শফিকুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ড. ফয়সাল কামাল চৌধুরী। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ডা. সরফরাজ খান, এতেবিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক মোদাচ্ছের আলী, জিন্নাত আরা খানম তারা, ইসমাইলহোসেন শুভ, নুহ হোসেন রাসেল, চিটাইংগা বুলেটের এডমিনশোভান, হ্যালো চিটাংগং এর এডমিন রিয়াদ, কুয়াসার ক্যাম্পেররায়হান, ইসহাক খান মাসুম, আব্দুল মালেক সুমনসহ পঞ্চাশটির ওঅধিক সামাজিক ও সেচ্ছাসবী সংগঠনের নেতৃবৃন্দ।
এতে সামাজিক কাজে এগিয়ে আসা ও হত দরিদ্র লোকের পাশে দাঁড়ানো,আত্মকর্মসংস্থানসহ বিভিন্ন সেবামূলক কাজে সহায়তা ও মানব উন্নয়নে এগিয়ে আসার জন্য আহবান জানান বক্তারা।
উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন আরাফাত উদ্দীন, নুর হোসেনরাজু, সানজিদা নাছরিন রিমা, বাবর, প্রেমা, নাফিজ, রাব্বি, মুন্না, মুস্তাফিজ, পরিতোষ, হাবিব, ওয়াহিদ, সুমন, রিয়াজ, রিয়াদ,হৃদয়, তাহনুন, সনিয়া, মাধবি, রুমেল প্রমুখ।




