Wednesday,26 September 2018
ctgbarta24.com
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। অভ্যন্তরীণ রুটের এই উড়োজাহাজটিতে সাত জন ক্রুসহ মোট ১৭১ জন আরোহী ছিলেন।
বিমানবন্দরটির ব্যবস্থাপক সারোয়ার-ই-জাহান জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে যাত্রী নিয়ে ইউএস বাংলার ফ্লাইট বিএস ১৪১ কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। দুপুর পৌনে ২টার দিকে উড়োজাহাজটি চট্টগ্রামে জরুরি অবতরণ করে। এতে তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর) বলেন, সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে উড়োজাহাজটি উড়ান শুরু করেছিল। যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় শাহ আমানত বিমানবন্দরে এটি অবতরণ করে। কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণের সুযোগ সুবিধা না থাকায় চট্টগ্রামে এটিকে নামতে হয়েছে বলে যোগ করেন তিনি।




