Wednesday, 08 Nov 2017
Ctgbarta24.com
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ডেন্টাল কোর্স (বিডিএস) ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে আসা যাবে না এমনকি ঘড়িও না । কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ১০ মিনিট পর আসলে হলে প্রবেশ করতে পারবে না।
আজ ৭ নভেম্বর মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ এর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, ডেন্টাল কোর্স (বিডিএস) ভর্তি পরীক্ষা চলার সময় পরীক্ষার কেন্দ্রের নিকটতম এলাকায় সকল ফটোস্ট্যাট দোকান বন্ধ রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে ।
সভায় আরও জানানো হয়, কঠোর ও নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে প্রশ্নপত্র পরিবহন করা হবে। তাই প্রশ্নপত্র ফাঁসের কোনো ধরনের সুযোগ থাকবে না। এব্যাপারে অভিভাবক ও শিক্ষার্থীদেরকে গুজবে কান না দেয়ার জন্য বলা হয়েছে।
এবারের বিডিএস ভর্তি পরীক্ষার সরকারি ৫৩২ এবং বেসরকারি এক হাজার ৩৮৫ আসনের বিপরীতে ২২ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর ৯টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।









