এই মাত্র:

কোতয়ালি থানার সামনে তিন পুলিশকে মারধরের ঘটনায় আটক ২

Thursday,26 Oct 2017

Ctgbarta24.com

চট্রগ্রাম : নগরীর কোতয়ালি থানার সামনে তিন পুলিশকে মারধরের কারনে ২ জন কে আটক করেছে পুলিশ।আহত তিন পুলিশ হলেন, কোতয়ালি থানার এসআই রহুল আমিন, এসআই সজল দাশ এবং এএসআই দিদারুল ইসলাম।

গ্রেফতার হওয়া দুজন হলেন, সুলতান মুহিত উদ্দিন আহমেদ (২৩) এবং তার দুলাভাই সেলিম চৌধুরী (৪২)।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) বিকেলে তাদের আদালতে হাজিরের পর চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মুহিত বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সুলতানুল কবির চৌধুরীর ভাই সুলতানুল আকবর চৌধুরীর ছেলে। কোতয়ালি থানার পেছনে পাথরঘাটায় সুলতানুল কবির চৌধুরীর বাসভবনই মুহিতের বাসা। সেলিম চৌধুরী পেশায় প্রকৌশলী এবং মুহিত একজন ছাত্র।

কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে প্রাইভেট কার নিয়ে মুহিত ও সেলিম কোতয়ালি মোড় পার হচ্ছিলেন। এসময় সিটি সার্ভিসের একটি বাস তাদের কারকে ধাক্কা দেয়।

সেলিম ও মুহিত কার থেকে নেমে বাসের চালককে রাস্তায় এনে লোহার রড দিয়ে পেটাতে শুরু করেন। এতে তার মাথা ফেটে যায় এবং মারাত্মক জখম হন। জানতে পেরে কোতয়ালি থানা থেকে পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করতে আসেন। দুজন মিলে থানার সামনে তাদেরকেই লোহার রড দিয়ে পেটাতে শুরু করেন। এরপর কোতয়ালি থানা থেকে আরও টিম গিয়ে তাদের ধরে থানায় নিয়ে যান।

এই ঘটনায় বাসচালকের সহকারি মো.ইব্রাহিম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশের উপর হামলার অভিযোগে এস আই আবু নাছের সরকার বাদি হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image