এই মাত্র:

গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে মোটর সাইকেল ও সিএনজিসহ আটক ৩

Thursday,26 Oct 2017

Ctgbarta24.com

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ০৪টি চোরাই মোটরসাইকেল ও ০১টি চোরাই সিএনজি উদ্ধার করেছে। এসময় তিন জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঃ ১) মোঃ দিদার(৩০), পিতা-মৃত আব্দুল মালেক, মাতা-রাজিয়া বেগম, সাং-পাহাড়তলী, আলীনগর, ফতেআলীর বাপের বাড়ি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ২) মোঃ বাদশা মিয়া(৩৩), পিতা-মরহুম আজিজুর রহমান, মাতা-আবেদা খাতুন, সাং-এওচিয়া, ফজু সওদাগরের বাড়ি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ৩) মোঃ নয়ন(২৪), পিতা-মৃত মোঃ নাসির, মাতা-ছকিনা বেগম, সাং-বুরুমচড়া, মুকবুল ফকিরের বাড়ি, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম।

বন্দর নগরীর কোতোয়ালী ও কর্ণফুলী থানাধীন এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় গত ২২/১০/২০১৭ খ্রিঃ হতে ২৫/১০/২০১৭ খ্রিঃ পর্যন্ত চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার(বন্দর) সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব এএএম হুমায়ুন কবির এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোঃ মঈনুল ইসলাম, পুলিশ পরিদর্শক জনাব প্রিটন সরকার, এসআই/মোঃ মোজাম্মেল হোসেন, এসআই/মোঃ কামরুজ্জামানসহ পৃথক দুটি অভিযানে পরিচালনা করে ২টি বাজাজ পালসার, ১টি সুজুকি এসএফ, ১টি টিভিএস এপাচি এছাড়াও ১টি সিএনজি অটোরিক্সা সহ ০৩ আসামীকে গ্রেফতার করা হয়।

গত ২১ অক্টোবর পাহাড়তলী থানার মামলা নং ১৮(১০)১৭ এর সিসি টিভি ফুটেজ দেখে সনাক্ত করা হয় পেশাদার মোটরসাইকেল চোর মোঃ জসিম (২৭) কে। তার স্বীকারোক্তি মোতাবেক কক্সবাজার জেলার চকরিয়া থেকে পাহাড়তলী থানার একে খান মোড়স্থ ওয়াপদা অফিস থেকে চুরি যাওয়া হিরো প্যাশন প্রো মোটরসাইকেলটি এবং পাহাড়তলী গ্রিনভিউ আবাসিক এলাকা হইতে খুলশী ইউএসটিসি থেকে চুরি যাওয়া একটি এপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে মোটরসাইকেল চোর মোঃ জসিম (২৭) কে এক দিনের রিমান্ডে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদে সে জানায় মোটর সাইকেল চোর মোঃ জসিম ও তার সহযোগী শীর্ষ মোটরসাইকেল চোর মোঃ আনোয়ার মহানগরী থেকে মোটরসাইকেল চুরি করে সাতকানিয়া এলাকার দিদার, বাদশা ও আরো কয়েকজনের মাধ্যমে লোহাগাড়া, সাতকানিয়া, কক্সবাজার, বান্দরবান জেলায় বিক্রি করে থাকে।

তার দেয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের ডিলার মোঃ দিদার(৩০)-কে আটক করা হয়। পরবর্তীতে দিদারকে সঙ্গে নিয়া অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া এলাকা থেকে ০২টি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চোরাই মোটরসাইকেল বিক্রির সাথে জড়িত বাদশা(২৫)কে আটক করা হয়। এ ছাড়াও মোটরসাইকেল চোর মোঃ জসিম(২৭)-এর দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর সরাইপাড়া পদ্মাপুকুর পাড় হইতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় একটি সুজুকি এসএফ মোটরসাইকেল। একই টীম পৃথক একটি অভিযানে কর্ণফুলী এলাকা হইতে একটি চোরাই সিএনজি সহ মোঃ নয়ন(২৪) নামের একজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image