Thursday,16 August 2018
ctgbarta24.com
চট্রগ্রাম : বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি এবং খুনি ও ষড়যন্ত্রকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবীতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।
১৬ই আগস্ট বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম কোর্টবিল্ডিং চত্বরে সংগঠনের সভাপতি সঞ্জয় মহাজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পার্থ নন্দীর সঞ্চালনায় বঙ্গবন্ধুর আত্ম-স্বীকৃত পলাতক খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর ও খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা, বঙ্গবন্ধু ও উনার পরিবারের স্বঘোষিত খুনি যারা এখনো বিদেশে পলাতক আছে তাদের ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করে জাতিকে কলঙ্ক মুক্ত করার দাবী জানান।সেই সাথে সাথে কলঙ্কিত ১৫ আগস্ট ঘটানোর অন্যতম হোতা খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবী জানান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজয়া আইনজীবী পরিষদের সভাপতি তুষার সিংহ হাজারী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক ভিপি এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সম্পাদ এডভোকেট ফয়েজ উল্লাহ, এ্যাডভোকেট ফারুক মোহাম্মদ শিবলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও তরুন আওয়ামীলীগ নেতা এডভোকেট এস এম রাশেদ চৌধুরী, এডিশনাল পিপি এডভোকেট পাপড়ি সুলতানা,বিজিসি ট্রাস্ট ল এ্যালমনাই এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট সুব্রত শীল রাজু,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদ্যসা ফারহানা লিজা,মহানগর ছাত্রলীগের সদস্য ও শিক্ষানবিশ আইনজীবী অজয় ধর, সংগঠনের সহসভাপতি এস এম দিদার, সৌরভ দাশ, যুগ্মসাধারণ সম্পাদক এস. এম. মিশকাত, সাংগঠনিক সম্পাদকশুভ আইচ, ইকবাল নেওয়াজ, এনায়েতুল করিম, ইখতিয়ার উদ্দিন আরাফাত, ইখতিয়ার উদ্দিন রনি, প্রিয়াঙ্কা চক্রবর্তী, সাফায়েত জামিল, তাইজুল ইসলাম, মিনার হোসেন, সাইফুল ইসলাম।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুঁই মজুমদার, স্বরুপ বণিক, আশরাফুল আলম রাজ, রোকসানা জান্নাত, আলাউদ্দিন , জয় বিশ্বাস , আব্দুল জাওয়াদ , শফিউল ইসলাম, রোজী প্রিয়া, তসলিমা আকতার, বোরহান উদ্দীন , নুরুল ইসলাম, ইমন, আব্দুল জাওয়াদ , সুজন, রিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।




