Sunday,12 Nov 2017
Ctgbarta24.com
টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, বেলা ১২ টার দিকে টেকনাফ পৌরসভার শাপলা চত্বরস্থ অস্থায়ী কার্যালয় থেকে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশাল র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে যুব সমাজকে দেশ গড়ার কাজে লাগানোর লক্ষ্যে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তৎকালীন যুব সমাজের প্রাণ পুরুষ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আ‘লীগের সহযোগী সংগঠন হিসেবে যুবলীগের জন্ম হয়। আওয়ামী যুবলীগ একটি বলিষ্ঠ সংগঠন হিসেবে এশিয়ার বৃহত্তম যুব সংগঠনে পরিনত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধীচক্র ও বিপদগামী কিছু সৈনিক জাতির জনক বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠা শেখ ফজলুল হক মনিকেও নির্মমভাবে হত্যা করে। বর্তমান রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি সমৃদ্ধশালী দেশে পরিনত হচ্ছে।
বক্তারা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে জননেত্রী শেখ হাসিনার বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছেন। স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধিদের বিচার করে আজ কলংক মুক্ত করেছে বাঙ্গালী জাতিকে। ঠিক তখনই জামাত-বিএনপি জোট দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়ঁতারা চালাচ্ছে। তাদের এ অপতৎপরতা রোধে যুবলীগ নেতা কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ ভাবে কাজ চালিয়ে যাবার আহবান জানান।
আলোচনা সভা শেষে যুবলীগের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কল হোসেন, যুগ্ম সাধারণ স¤পাদক হোসেন আহমদ কাউন্সিলর, রেজাউল করিম ধইল্যা, নুর বশর নুরসাদ, মো: আব্দুল্লাহ।









