এই মাত্র:

নগরীর চকবাজারে সন্ত্রাস প্রতিরোধে ছাত্রলীগের মিছিল

Saturday,11 Nov 2017

Ctgbarta24.com

প্রেস বিজ্ঞপ্তি

নগরীর চকবাজার এলাকাজুড়ে অপরাধ আর সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে ওয়ার্ড ছাত্রলীগ আজ শনিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

কর্মসূচীতে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ঘেরা চকবাজার এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। রীতিমত সন্ত্রাসের শিকার হচ্ছে নিরীহ জনসাধারণ ও শিক্ষার্থী। মাত্রাতিরিক্ত ছিনতাই হচ্ছে, হকার থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠান সবখানে চাঁদাবাজি হচ্ছে। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও স্পট গুলো বন্ধ করতে হবে। শিক্ষার্থী হতে ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরী। সন্ত্রাস প্রতিরোধে থানা পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ!

পুলিশকে বারবার বিভিন্ন বিষয়ে অবহিত করা হলেও কোন তৎপরতা দেখা যায়নি, যা খুবই দুঃখজনক। অপরাধী সে যেই হোক, তাকে আইনের আওতাভুক্ত করতে হবে। অন্যায় কাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় সরকারের ভাবমূর্তি ব্যাপক ক্ষুন্ন হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অত্র এলাকায় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহবান জানানো হয়। চকবাজার থানা এলাকা অপরাধ শূন্য ঘোষণা করে সন্ত্রাস চাঁদাবাজ অপরাধীদের নির্মূলে পুলিশকে কার্যকর ভূমিকা রাখার দাবি জানান নেতৃবৃন্দ।

চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ প্রতিনিধি মুজিবুর রহমান রাসেল এর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন ছাত্রনেতা আল মারুফ সোহেল, সাইফুল আলম মোর্শেদ, সান্টু গুহ, সাগর শিকদার, আবুল বাদশাহ, রবিউল হাছান সোহেল, এম. রিদুয়ান রনি, মাঈনুল হাছাব ফাহিম, নেওয়াজ শরীফ অমি, অর্পণ বড়ুয়া, মেহেদী হাসান, পার্থ চক্রবর্তী, তন্ময় ধর, মিজানুর রহমান ইরফান, নাবিল খান আবির প্রমুখ। বিক্ষোভ মিছিলটি চকবাজার এলাকার মুন্সী পুকুরপাড়, বাদুরতলা, কাপাসগোলা, গুলজার মোড় হয়ে অলি খাঁ মসজিদের সামনে থেকে কাপাসগোলা মোড়ে সমাবেশে অনুষ্ঠিত হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image