এই মাত্র:

নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বসছে তথ্যপ্রযুক্তির চাকরি মেলা

Wednesday,25 Oct 2017

Ctgbarta24.com

নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বসছে তথ্যপ্রযুক্তির চাকরি মেলা।

আগামী ২৬ অক্টোবর বৃহস্পতিবার, শহরের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মী নিয়োগ দিতে স্পট ইন্টারভিউ নেওয়া হবে।

‘চট্টগ্রাম আইটি-আইটিইএস জব ফেয়ার-২০১৭’ নামক এই মেলার উদ্ধোধন করবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প যৌথভাবে এই মেলার আয়োজক। এতে সহযোগী হিসেবে রয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়ং এবং ই-কমার্স প্লাটফর্ম পিকাবু।

মেলায় প্রায় ৫০টি শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। আয়োজকদের আশা, চট্টগ্রামের মেলায় প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী উপস্থিত থাকবেন। জব ফেয়ার থেকে ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড- আইটি/কম্পিউটার/ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ মেধাবী স্নাতকদের চাকরি দেবে।

চাকরি মেলায় সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপও অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করতে হলে https://ctgjobfair.pickaboo.com ঠিকানায় নিবন্ধন করতে হবে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image