‘বন্ধন টেকনাফ’ এর পক্ষ থেকে ৩০ জন দুস্থ ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

Sunday,14 Jan 2018

Ctgbarta24.com

বন্ধন টেকনাফ একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

সাইফুল আজম : ‘বন্ধন টেকনাফ’ একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে ৩০ জন দুস্থ ছাত্রদের মাঝে কম্বল ও টুপি বিতরণ করা হয়েছে।

রবিবার ( ১৪ জানুয়ারি ) বিকাল ৩.৩০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলি পাড়া মার্কাজুত তা’লীম আদদাওয়াতুল ইসলামিয়া হেফজখানা ও এতিমখানায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসব শীতবস্ত্র বিতরণকালে বন্ধন টেকনাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক রাশেদুল করিম বলেন, মানবতার সেবায় নিয়োজিত থাকার মানসে ২০১৬ সালের ১৬ ই ডিসেম্বর এই সংগঠন স্কুল বন্ধুদের নিয়ে গঠন করা হয়। এই সংগঠনের পক্ষ থেকে একজন কলেজ ছাত্রের শিক্ষার খরচের ব্যয়ভার বহন করা হয়েছে। শীলবনিয়া পাড়া মসজিদে কুরআন শরীফ ও টুপি বিতরণ করা হয়েছিল।এসময় সকলের কাছে বন্ধন টেকনাফের জন্য দোয়া কামনা করেন তিনি।

পরে এতিমখানার হুজুর মৌলানা নুরুল আমিন ‘বন্ধন টেকনাফ’ এর সফলতা কামনা করে দোয়া করেন ।

শীতবস্ত্র বিতরণকালে বন্ধন টেকনাফ এর সভাপতি মো: আলম, সাধারন সম্পাদক মনুয়ার হোসেন,দূর্যোগ বিষয়ক সম্পাদক সাইফুল আজম, খাদ্য ও ত্রান বিষয়ক সম্পাদক রাজিবুল ফারুক, সমাজকল্যাণ সম্পাদক মামুনুর রশিদ,সাধারন সদস্য আসাদুজজামান মামুন ও সদস্য মো: আলমগীর উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image