Thursday,26 Oct 2017
Ctgbarta24.com
রাজধানীর মতিঝিল ও পল্টন থানা এলাকায় পৃথক অভিযান করে ডিবি পুলিশ সেজে ডাকাতি করার প্রস্তুতিকালে ১১ জন ভুয়া ডিবি পুলিশকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পূর্ব বিভাগের একটি দল।
ডিবি সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর’১৭ সন্ধ্যা ০৭.২০ টায় মতিঝিল থানা এলাকার উত্তর কমলাপুরে হোটেল আরাফাতের বিপরীত পাশে কমলাপুর হতে সায়েদাবাদগামী রাস্তার উপর ডিবি পুলিশ সেজে ৬ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল । এ সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পূর্ব বিভাগের মতিঝিল জোনাল টিম । গ্রেফতারকৃত ভুয়া ডিবি পুলিশ হলো- সবুজ (৩০),সোহাগ (৩৫), আবুল কালাম আজাদ (৩৪), মোঃ শহিদুল ইসলাম (৩২), মোঃ জসিম উদ্দিন (৪০)ও মোঃ জাহিদুল ইসলাম জিহাদ (৩৫)।
অপর এক অভিযানে ২৪অক্টোবর’১৭ সন্ধ্যা ০৭.৪৫ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পার্শ্বের গেইটের সামনের রাস্তা হতে ডিবি পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃতরা হলো-মোঃ ইয়াছিন (২৮), মোঃ বাবু (৩৫), মোঃ জমির (৩০), সৈয়দ আহাম্মেদ শহীদ (৪৭) ও মোঃ আলী (৩৪) ।
এ সময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত গুলিভর্তি বিদেশী পিস্তল, মাইক্রোবাস, ডিবি পুলিশের পোষাক (ডিবি জ্যাকেট) টর্চ লাইট, ওয়্যারলেস সেট, লাঠি ও গামছা উদ্ধার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত ঢাকা মহানগরীসহ এর আশপাশ এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করে।
এ সংক্রান্তে মতিঝিল ও পল্টন থানায় মামলা রুজু করা হয়েছে।









