Thursday,02 Nov 2017
Ctgbarta24.com
লক্ষ্মীপুরে হত্যা, চাঁদাবাজিসহ ২৮ মামলার আসামি মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুম এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুম লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুর পাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন জানান। তিনি বলেন, স্থানীয় সন্ত্রাসী কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুমের দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ওই এলাকায় যায়।
“পুলিশ যাওয়ার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। তখন বাগানে একটি গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুম বলে শনাক্ত করে।”
ওসি বলেন, মাসুমের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ দুটি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্তুজ ও ৩০টি বোমা উদ্ধার করেছে বলেও জানান তিনি।









