Friday,05 Jan 2018
Ctgbarta24.com
এটিএন ফায়সাল, হ্নীলা : টেকনাফের হ্নীলা স্টেশনে গত কয়েক দিনের সামান্য বৃষ্টিতে কাদায় ভরাট হয়ে গেছে । হ্নীলা-পানখালী সড়ক ও হ্নীলা-পুরাতন বাজার সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় হাটু কাদা জমে গেছে। তিন দিনের বৃষ্টিতেই ব্যস্ততম হ্নীলার দুই সড়কের যে অবস্থা সৃষ্টি হয়েছে ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। বাজারে আসা লোকজন সহ মহিলা, শিশু, অসুস্থ ব্যক্তি, স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
জানা যায়, বিভিন্ন দিক বিবেচনায় টেকনাফ উপজেলায় হ্নীলার অবস্থান শীর্ষে। আর এই হ্নীলার স্টেশন ও সড়কের বেহাল দৈন্যদশা। ঐতিহ্যবাহী প্রাচীণতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুসসুন্নাহ, টেকনাফের সর্বপ্রথম উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবদুল গফুর চৌধুরী, তাঁর পুত্র সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী, সাবেক সচিব এইচকে দেলোয়ার, বর্তমান চেয়ারম্যান এইচকে আনোয়ার সিআইপিসহ উল্লেখযোগ্য সংখ্যক সেরা ব্যক্তিদের বাড়ি হ্নীলা পানখালী।
হ্নীলা হাসপাতাল, বন বিভাগের কার্যালয়, পানখালী সরকারী প্রাইমারী স্কুল, হ্নীলা-বাহারছড়া যাতায়তের সড়কও এটি। অথচ সড়কটি মেরামত বা সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে হ্নীলা-পুরান বাজার সড়কের মধ্যে রয়েছে কয়েক শত বছরের পুরানো কাস্টমস অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস, ডাকঘর, বিজিবি ক্যাম্প, হাইস্কুল, প্রাইমারী স্কুল, শাহ মজিদিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা, ভুমি অফিস, ইউনিয়ন পরিষদ, গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন, পানি উন্নয়ন বোর্ডের অফিস এবং বিলুপ্তপ্রায় স্বনামধন্য হ্নীলা বাজার।
সরেজমিনে দেখা যায়, কাদায় একাকার এসব অতি গুরুত্বপুর্ণ জনবহুল ও ব্যস্ততম সড়কে মানুষদের চলাচলে চরম ভোগান্তি দেখা গেছে। সড়কের উভয় পাশে নালা আছে ঠিকই, কিন্ত তা ময়লা-আবর্জনায় ভর্তি। বেশীর ভাগ অংশের নালা ভেঙ্গে গেছে। দু’পাশের বাসিন্দাগণ ও বাজারের ময়লা-আবর্জনা ফেলে নালা ভরাট করেছেন।
হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার সিআইপি বলেন, শীঘ্রই সড়কের কাদা জলাবদ্ধতার সমস্যার সমাধান করা হবে।










